বিশ্বকাপের আগে রাজকোটে বুধবার রান তাড়ার অনুশীলন করবে ভারত। তৃতীয় একদিনের ম্যাচে ভারতকে জিততে করতে হবে ৩৫৩ রান। এদিন প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৫২ রান করেছে অস্ট্রেলিয়া।
সিরিজের শেষ ম্যাচে ৯৬ রান করে আউট হয়েছেন মিচেল মার্শ। স্টিভ স্মিথের অবদান ৭৪ রান। এছাড়াও ৭২ রান করে আউট হয়েছেন লাবুশেন। হাফ সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। ভারতের হয়ে ৮১ রান দিয়ে তিন উইকেট যশপ্রীত বুমরার।
আরও পড়ুন : গুজরাতের রাজকোটে ভারত বনাম অস্ট্রেলিয়া, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজিদের
দলে একাধিক পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে টিম ইন্ডিয়া। গোটা সিরিজেই বিশ্রাম দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিল এবং ইশান কিষাণকে। চোট সারিয়ে এই ম্যাচে দলে ফেরেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।