টেস্ট বিশ্বকাপ ফাইনালের মধ্যে সাজঘরে ঘুম লাবুশেনের। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। ম্যাথু হেডেন ও অন্য প্রাক্তন অজি ক্রিকেটাররাও লাবুশেনের উপর চটেছেন। তবে তাতে কোনও হেলদোল নেই লাবুশেনের।
লাবুশেনের ঘুমিয়ে থাকার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু লাবুশেনের ঘুমিয়ে থাকার কথা মানতে চাননি। লাবুশেন জানান, দুটো বলের মাঝে চোখকে বিশ্রাম দিচ্ছিলেন তিনি। স্নায়ুগুলিকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। কিন্তু সিরাজ তাড়াতাড়ি প্রথম উইকেট তুলে নেওয়ায়, ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিশ্ব টেস্টের ফাইনাল জিততে ভারতের সামনে টার্গেট ৪৪৪ রান
এই ঘটনা নিয়ে ম্যাথু হেডেন বলেন, জীবনে এমন ঘটনা দেখেননি তিনি। কোনও ড্রেসিংরুমে কাউকে কখনও ঘুমোতে দেখিনি। অস্ট্রেলিয়ার সাজঘরে কেউ একা থাকলেও সেটা করে না।