আইপিএলের নিয়মে বড়সড় বদল। এবার থেকে টসের পরে একাদশ বেছে নিতে পারবেন দলের অধিনায়করা। এতদিন টসের আগে দুই দলের অধিনায়ক একে ওপরের হাতে একাদশের তালিকা তুলে দিতেন।
এবার নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, টসের পর নিজেরা ব্যাটিং করবেন নাকি বোলিং করবেন তা দেখার পর একাদশের তালিকা চূড়ান্ত করতে পারবেন।
এই নিয়ম প্রথমবার লাগু হয়েছে এমন নয়। এর আগে দক্ষিণ আফ্রিকা টি-২০ টুর্নামেন্টে এই নিয়মে খেলা হতে দেখা গিয়েছে। যে ম্যাচে টসের আগেই দুই দলের অধিনায়ক প্রথমে একটি কাগজে ১৩ জনের নাম লিখে নিতেন। এরপর টসের পর দলের একাদশের নাম ঘোষণা করা হত। এবার সেই চিত্রটিই দেখা যাবে আইপিএলে।
আরও পড়ুন - ভারতে বিশ্বকাপের দাম ৯৬৩ কোটি টাকা, কর ছাড় না পেলে গুনতে হবে ভারতীয় বোর্ডকে