বুধবার বাংলায় বোধন। আর সেই দিনেই রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ভারতের কোচ গৌতম গম্ভীরের ঘরের মাঠেই বাংলাদেশকে হারিয়ে সিরিজ সিল করতে চান টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব। তিনি চান, গত ম্যাচের গতি যেন এই ম্যাচেও অব্যাহত থাকে।
চেন্নাই থেকে ভারতের মাটিতে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা। এরমধ্যে আরও এক অবসর ঘোষণা। ভারতের মাটি থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজের অবসরের কথা জানিয়েছেন মাহমুদুল্লাহ। তিনি জানিয়েছেন, দিল্লি ও হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে খেলে তিনি প্যাড খুলে ফেলবেন।
গোয়ালিয়রে শেষ ম্যাচে ভারতকে নিয়ে কার্যত ছেলে খেলা করেছেন ভারতীয় ক্রিকেটাররা। ৪৯ বল হাতে রেখে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। তিন বছর পর ভারতীয় জার্সিতে ফিরে সফল বরুণ চক্রবর্তী। মায়াঙ্কের গতির কাছে হার মেনেছেন বাংলাদেশি ব্যাটাররা। তাই দিল্লিতে সিরিজ সিল হবে বলেই প্রত্যয়ী ভারত অধিনায়ক।