২০০৭ T20 বিশ্বকাপ। শুরুটা হয়েছিল ১৫ বছর আগে। ১৯৮৩ সালে কপিল দেবের বিশ্বজয়ের পর বিশ্বকাপের মঞ্চে ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন ঝাড়খণ্ডের মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এরপর বাকিটা ইতিহাস....২০১১ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ জয় থেকে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি, সাফল্য ছুঁয়ে গিয়েছে ধোনির হাতকে। তাঁর ক্রিকেট মস্তিষ্ককে কুর্নিশ করেছে গোটা বিশ্ব। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে ৪১ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটের একদা লক্ষ্মীমন্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিশ্ব ক্রিকেটের মঞ্চে আলাদাই আবেগ মহেন্দ্র সিং ধোনির। প্রথাগত ধারার বাইরে বেরিয়ে কাজ করাটাই ছিল তাঁর পছন্দ। মাথা চিরশীতল হিমবাহের মতো। আর সিদ্ধান্ত ক্ষুরধার। অস্ট্রেলিয়া হোক বা পাকিস্তান, ক্যাপ্টেন কুলের মেজাজই আসল ইউএসপি। দেশকে যতদিন নেতৃত্ব দিয়েছেন, তাই এসেছে সাফল্য। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন করিয়েছেন। দক্ষিণ ভারতে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে উন্মাদনা তাই আলাদা পর্যায়ে। এবার জন্মদিনে বিজয়ওয়াড়াতে মাহির ৪১ বছরের জন্মদিনে ৪১ ফিটের একটি কাটআউট বানিয়েছেন এক ভক্ত। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ফিরছেন রো-হিট, আজ ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু T-20
মাহির মেজাজ বরাবরই অন্যদের থেকে আলাদা। দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক হয়েও তিনি মাটির মানুষ। সম্প্রতি তাঁর একটি খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, গাছগাছড়া থেকে ওষুধ বানান, এমন এক আয়ুর্বেদ ডাক্তারের কাছে গোড়ালির চোটের চিকিৎসা করিয়েছেন মাহি। সেই ডাক্তার মাহিকে যে ওষুধ দিয়েছেন, তার দাম মাত্র ৪০ টাকা। বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে আছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি সেখানেই বিবাহবার্ষিকী কাটিয়েছেন। জানা গিয়েছে, লন্ডনে বসেই এবার জন্মদিন পালন করবেন ক্যাপ্টেন কুল।