বল আসছে। আর উড়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটাররা যখন দেশের জার্সিতে ব্যস্ত, তখন কার্যত নিঃশব্দেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি রাঁচির স্টেডিয়ামে সাক্ষীকে সঙ্গে নিয়ে ভারতের খেলা দেখতে এসেছিলেন প্রাক্তন অধিনায়ক। তার মধ্যেই জারি রয়েছে তাঁর আইপিএল প্রস্তুতি।
গত বছর বেশ টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথমে রবীন্দ্র জাডেজাকে অধিনায়ক করা হয়। তারপর ফের ধোনির হাতেই ফিরে আসে অধিনায়কত্ব। এই টালমাটাল পরিস্থিতিতে টুর্নামেন্টে পিছিয়ে পড়ে চেন্নাই।
এবার কিন্তু আবার ঘর গুছিয়ে মাঠে নামছে দক্ষিণের এই হলুদ দল। তার আগে অধিনায়ক মগ্ন পেল্লাই ছয় মারার প্রস্তুতিতে।