আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন অবসর নিয়েছেন। কিন্তু অনুরাগীর সংখ্যা এখনও কমেনি। আইপিএলে (IPL 2022) তাঁকে দেখতে পাওয়া যাবে আবার। সেই আশাতেই আছেন তাঁর ভক্তরা। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্য একটি ইন্টারেকটিভ সেশন আয়োজন করেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। সেখানে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিলেন মাহি। জানালেন, মাঠে তিনি এক নম্বর হতেই পারেন। কিন্তু বাড়িতে এক নম্বর অন্য কেউ।
প্রাক্তন ভারত অধিনায়ক মাহিকে এদিন সরাসরি প্রশ্ন করেন এক অনুরাগী। প্রথমে সেই অনুরাগী জানান, তাঁকে কোনও ব্যক্তিগত প্রশ্ন করা যাবে কিনা। ধোনি বলেন, প্রশ্ন আসতেই পারে। জবাব দেবেন কিনা, সেটা ভেবে দেখবেন তিনি। এরপর সেই অনুরাগী জানান, "মাঠে আপনিই এক নম্বর। কিন্তু বাড়িতে এক নম্বর কে!" তার উত্তর দিতে গিয়ে মুচকি হাসেন মহেন্দ্র সিং ধোনি। তারপর বলেন, "আপনার প্রশ্ন শুনে অর্ধেক লোক হাসছে। সবাই জানে, বাড়িতে স্ত্রী এক নম্বর।"
আরও পড়ুন: এক গোলে জিতেও শেষরক্ষা হল না, আইএসএল থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে এটিকে মোহনবাগানকে
২০১৯ সালের বিশ্বকাপে দেশের হয়ে শেষবার খেলেন মাহি। এবার আইপিএলে সবাই ভেবেছিলেন, সরে দাঁড়াবেন মাহি। কিন্তু চেন্নাই সুপার কিংসে এবারও নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে।