শূন্য। জীবনকে কী এক ধাক্কায় পিছিয়ে দেয়। নাকি জীবনকে নতুন করে শুরুর করার অনুপ্রেরণা দেয়। তখন প্রায় মধ্যরাত। পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি জিতে মহেন্দ্র সিং ধোনি জানালেন, এখান থেকে খুব সহজেই অবসর ঘোষণা করে দেওয়া যায়। কিন্তু গত দু মাস যা ভালবাসা পেয়েছেন, তাতে আরও একবার মাঠে ফিরে আসার ইঙ্গিতই আমেদাবাদ থেকে দিয়ে রাখলে। জানালেন, সময় আছে। আর এই সময়ের মধ্যে যদি তাঁর শরীর বাধা না হয়, তা-হলে তিনি অবশ্যই মাঠে ফিরছেন।
অম্বাতি রায়ডু থেকে মইন আলি। অজিঙ্কা রাহানে থেকে রবীন্দ্র জাডেজা, ম্যাচ শেষে সবার মুখে একটাই নাম। তিনি মহেন্দ্র সিং ধোনি। এবারের আইপিএল ফাইনাল ছিল গুরু-শিষ্যের লড়াই। ম্যাচ শেষে গুজরাত অধিনায়কও জানিয়ে গেলেন, ভগবান সবসময় ভাল মানুষের পক্ষে দাঁড়ান। আর এই ফাইনালে একজন ভাল মানুষের জয় হয়েছে। যাঁকে অনেকেই বলেছিলেন ফুরিয়ে গিয়েছেন।
প্রায় ৭৫ হাজার মানুষের গগণভেদী চিৎকারে মাঠে নেমেছিলেন ব্যাট করতে। প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে ডাগ-আউটে ফিরেছিলেন। তবুও এই একচল্লিশেও ভারতীয় ক্রিকেটে বাকি আর যাঁরাই থাকুন না কেন, তারকা একজনই। তিনি মহেন্দ্র সিং ধোনি। তাই মধ্যরাতেও আমেদাবাদে সিংহ ধ্বনি। পাঁচ বার আইপিএল ট্রফি জিতে অবসর নিয়ে, বরং জিইয়ে রাখলেন মাঠে ফেরার লড়াইকে। এটাই তো মহেন্দ্র সিং ধোনি।