এই প্রথমবার আইপিএলে(IPL) কোনও ক্রিকেট দলের নাম রাখবেন দলের সমর্থকরা। মঙ্গলবার লখনউ(Lucknow) দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা(Sanjiv Goenka) এই অভিনব প্রস্তাব দিয়েছেন সমর্থকদের। এবার আইপিএলে(IPL) ৭০৯০ কোটি টাকা দিয়ে লখনউ(Lucknow) দলটি কেনেন তিনি।
এর আগেও আইপিএলে(IPL) দল চালানোর অভিজ্ঞতা রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)। আরপিএসজি(RPSG) গ্রুপের মালিক ২০১৬-১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টের(Rising Pune Supergiant) দায়িত্বে ছিলেন। গত অক্টোবরে নিলামে কোটি টাকা খরচ করে লখনউ(Lucknow) দলটি কেনেন সঞ্জীব গোয়েঙ্কা(Sanjiv Goenka)।
আরও পড়ুন- Ranji Trophy: ঘরোয়া ক্রিকেটে করোনার থাবা, রঞ্জি ট্রফি স্থগিত করল বোর্ড
ইতিমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে লখনউ(Lucknow) শিবির। হেড কোচ হিসেবে দলে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের(Zimbabwe) প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার(Andy Flower)। ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দলে এসেছেন দু'বারের আইপিএল(IPL) জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর(Gautam Gambhir)।