আইপিএলে তৈরি হল ইতিহাস। ইডেনে ফিরল সবুজ মেরুন জার্সি। সঙ্গে জড়িয়ে থাকল মোহনবাগানের নাম। ১৯৮০ সালে শেষ বারে ইডেনে ফুটবল ম্যাচ খেলেছিল মোহনবাগান। সেই ম্যাচ বাংলার ফুটবল জগতে কলঙ্কিত অধ্যায়। ফুটবলমাঠে প্রাণ হারিয়েছিলেন একাধিক সমর্থক। এরপরই ইডেনে ফুটবল ম্যাচ বন্ধ হয়ে যায়।
আগামী মাস থেকে নবরূপে আত্মপ্রকাশ করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগানকে সম্মান জানিয়ে এই জার্সি পড়েছে লখনউ সুপার জায়ান্টস। ফুটবল না হলেও ক্রিকেট। সবুজ--মেরুন জার্সিতে ক্লাবকে সম্মান জানানোয় খুশি সমর্থকরা। এদিন মাঠে মোহনবাগানের জার্সি পরেও দেখা যায় একাধিক সমর্থককেও। যারা লখনউকে সমর্থন করতে ইডেনে আসেন।