বিরাট কোহলি (Virat Kohli) নেতৃত্ব ছেড়েছেন। নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) চোটের জন্য নেই। এই পরিস্থিতিতে নেতৃত্ব দিতে এসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভরাডুবি। সমালোচনার সম্মুখীন হয়েছিলেন অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। কিন্তু সমালোচকদের সোজাসুজি জবাব দিলেন তিনি। জানালেন,তিনি জানেন কীভাবে নেতৃত্ব দিতে হয়।
স্পোর্টস টুডে-র একটি সাক্ষাৎকারে আসেন কেএল রাহুল। সেখানে তিনি বলেন, "জয়ের থেকে প্রথম ম্যাচে হেরে যাওয়া অনেক বেশি শক্তিশালী করে। আমার কেরিয়ার সব সময় এভাবেই শুরু হয়েছিল। সব কিছুই ধীরে ধীরে হয়। কীভাবে নেতৃত্ব দিতে হয় তা নিয়ে আত্মবিশ্বাসী। প্লেয়ারদের থেকে কীভাবে খেলা বের করাতে হয়, আমি জানি। দেশের জন্য আর ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো খেলতে পারব, সেটাও জানি।"
আরও পড়ুন: ‘লখনউ সুপার জায়েন্ট’, আইপিএলে নাম ও লোগো প্রকাশ করল লখনউ
লখনউ সুপার জায়ান্টস ১৭ কোটি টাকায় ড্রাফট ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে কেএল রাহুলকে। এবার আইপিএলে এই টিমকে নেতৃত্ব দেবেন রাহুল। এর আগে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন তিনি।