কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারানোর একদিন পরই কলকাতা এসে গেল লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants)। কলকাতার বিরুদ্ধে জিতেই প্লে-অফে উঠেছে কেএল রাহুলরা (KL Rahul)। এবার লক্ষ্য প্লে-এফ (IPL Play Off) থেকে ফাইনালে পৌঁছনো।
এবার টু্র্নামেন্টে এখনও পর্যন্ত লখনউর হয়ে সর্বাধিক রান করেছেন অধিনায়ক কেএল রাহুল। ১৪ ম্যাচে ৫৩৭ রান করেছেন। দুটি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। অন্য ওপেনার কুইন্টন ডি-ককের পারফরম্যান্সও মন্দ নয়। তিনি ১৪ ম্যাচে ৫০২ রান তুলেছে। এছাড়া রানের মধ্যে আছেন দীপক হুডাও। বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স করেছেন মহসিন খান, আবেশ খান ও জেসন হোল্ডাররা।
আরও পড়ুন: পাল্টাচ্ছে আইপিএল ফাইনাল ম্যাচের সময়, জেনে নিন সাড়ে সাতটার বদলে কখন শুরু হবে খেলা!
কলকাতার বিরুদ্ধে গত ম্যাচে দারুণ পারফরম্যান্স করে লখনউ সুপারজায়ান্টস। আইপিএল ইতিহাসে প্রথমবার ওপেনিং পার্টনারশিপে ২১০ রান তোলে লখনউ। কে এল রাহুল ও কুইন্টন ডি-ককের জুটি আইপিএলে রেকর্ড তৈরি করে।