পরপর দুই ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মায়াঙ্ক যাদব। পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ডেলিভারির সর্বোচ্চ গতি ছিল ১৫৫.৮। এদিন ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করলেন। তুলে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার ও ক্যামেরুন গ্রিনের মতো তিন ব্যাটসম্যানকে। ক্যামেরুন গ্রিনকে যে ডেলিভারিতে ফেরালেন, তা নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।
আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেক করেন মায়াঙ্ক। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে খেলতে নামে লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে নিজের রেকর্ড ভেঙে ফেললেন মায়াঙ্ক। আইপিএলের এই মরশুমে সর্বোচ্চ গতিতে বল করার নিরিখে শীর্ষে ভারতীয় পেসার। যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত গর্বের।
এবার আইপিএলে মায়াঙ্কের পরই সর্বোচ্চ গতির তালিকায় আছেন নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, আলজারি জোসেফ, মাথিসা পাথিরানা।