ঢাকা থেকে কলকাতায় আসছেন লিটন দাস। রবিবারেই নাইট শিবিরে যোগ দেবেন তিনি। শনিবার সেই কথা জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। যদিও আমদাবাদের বিরুদ্ধে কেকেআর যে ম্যাচ খেলছে সেই ম্যাচে খেলবেন না লিটন। তিনি কলকাতায় থাকবেন। দল আহমেদাবাদের ম্যাচ খেলে এসে তাঁর সঙ্গে যোগ দেবে।
বাংলাদেশ গত ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছিল। গত ৭ এপ্রিল শেষ হয় সেই ম্যাচ। এরপরেই রবিবার নাইট শিবিরে যোগ দিতে বাংলাদেশ থেকে ভারতে আসছেন লিটন।
কলকাতা নাইট রাইডার্স মোট ২ কোটি টাকা খরচ করে শাকিব আল হাসান এবং লিটনকে দলে নিয়েছিল। চলতি মরশুমে লিটন যোগ দিলেও, শাকিব যোগ দিতে পারেননি।