বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচে 'নো লুক আউট' করে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে মনে করালেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস। যে ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
'নো লুক আউট'-এর কারণে বিখ্যাত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কোনও দিকে না তাকিয়েই বল ছুড়ে প্রতিপক্ষকে রান আউট করতেন তিনি। সেই ঝলক এবার দেখা গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচে।
আরও পড়ুন - প্যারিস অলিম্পিক্সে নেই বজরং পুনিয়া, হেরে ছিটকে গেলেন পদকজয়ী রবি দাহিয়াও
এদিনের ম্যাচে মুস্তাফিজুরের বলে দুটি রান নেওয়ার চেষ্টা করেন শানাকা। প্রথম রান নিয়ে ফের রান নেওয়ার জন্য দৌড়ন শানাকা। এর মধ্যেই রিয়াধ হোসেন বল ছুড়ে দেন উইকেটকিপার লিটন দাসের কাছে। বল লিটনের হাতে পৌঁছয়নি বেশ কষ্ট করেই বলটি ধরেন তিনি।
এরপর উইকেটের দিকে না তাকিয়েই বল ছোড়েন। উইকেট ভেঙে যায় উইকেট। তখনও ক্রিজের বাইরে শানাকা। ম্যাচটিতে শ্রীলঙ্কা জিতে গেলেও লিটনের নো লুক রান আউট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।