এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও(Big Bash League) করোনা আতঙ্ক। বিগ ব্যাশ লিগে(Big Bash League) ব্রিসবেন হিট(Brisben Heat) টিমের বেশকিছু সদস্যের করোনা(Coronavirus) আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর ফলে ব্রিসবেন হিট(Brisben Heat) বনাম সিডনি সিক্সার্সের(Sydney Sixers) বুধবারের ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ব্রিসবেন(Brisben Heat) টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ১২ জন খেলোয়াড় এবং একজন কোচিং স্টাফ করোনা(Coronavirus) আক্রান্ত হয়েছেন।
অস্ট্রেলিয়ান(Australia) অলরাউন্ডার এবং মেলবোর্ন স্টারসের(Melbourne Stars) অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলও (Glenn Maxwell) করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর দলের পক্ষ থেকে মঙ্গলবারই একথা নিশ্চিত করা হয়েছে। সোমবার মেলবোর্ন রেনেগেডসের(Melbourne Renegades) কাছে হারের পর এই ৩৩ বছর বয়সী অলরাউন্ডার তাঁর কোভিড(Covid-19) রিপোর্ট হাতে পান।
আর পড়ুন- IPL 2021: তাঁর টিমের নাম রাখবেন সমর্থকরাই, অভিনব প্রস্তাব লখনউ টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কার
বিগ ব্যাশ লিগে(Big Bash League) শুধুমাত্র মেলবোর্ন স্টারসের(Melbourne Stars) ১৩ জন খেলোয়াড় এবং ৮ কর্মী আক্রান্ত হয়েছেন করোনায়(Coronavirus)। এই পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে লিগের আয়োজকদের।