মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আরও একবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামছে চেন্নাই সুপার কিংস। অপেক্ষা পঞ্চম আইপিএল ট্রফি জয়ের। ধোনি জ্বরে ভুগছে আহমেদাবাদ।
২০০৮ সালে আইপিএল নিলামে একবারই নিলামে উঠেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই নিলাম করেছিলেন রিচার্ড ম্যাডলি। সেবার আইপিএলে রেকর্ড দর পেয়েছিলেন মাহি। সেই ঘটনার কথা স্মরণ করলেন তিনি। জানালেন, সেটাই তাঁর কেরিয়ারের উজ্জ্বল মুহূর্ত।
সেই আইপিএলে মুম্বই ও চেন্নাই মহেন্দ্র সিং ধোনিকে কেনার জন্য ঝাঁপিয়েছিল। মুম্বইকে হারিয়ে ধোনিকে কিনে নেয় সিএসকে। সেই সময় ৬ কোটি টাকার চুক্তি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। প্রথম মরশুমের সবথেকে দামি ক্রিকেটার নির্বাচিত হন তিনি। রবিবার ফাইনালের আগে টুইট করে ম্যাডলি সেই নিলামের একটি নোটের ছবি দেন। যেখানে ম্যাডলির ছেলেকে অটোগ্রাফ দেন ধোনি।