বিসিসিআই সভাপতি(BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) পর এবার করোনা(Coronavirus) আক্রান্ত হলেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা(Laxmiratan Shukla)। জানা গেছে, সোমবার রাতেই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
লক্ষ্মীরতনের(Laxmiratan Shukla) শরীরে মৃদু উপসর্গ থাকায় আপাতত তিনি বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
২০২০ সালের জুলাই মাসে তাঁর পরিবারে প্রথম থাবা বসায় করোনা(Coronavirus)। আক্রান্ত হন তাঁর স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। সেবার বাড়ি প্রত্যেক সদস্যের করোনা(Coronavirus) রিপোর্ট পজিটিভ এলেও আক্রান্ত হননি লক্ষ্মীরতন (Laxmiratan Shukla)।
আরও পড়ুন- Arvind Kejriwal: কোভিডে আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল, আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রীর
কয়েকদিন আগেই করোনা(Coronavirus) আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর শরীরে থাবা বসায় করোনার ডেল্টা প্রজাতি (Delta Strain)। দিন তিনেক হাসপাতালে কাটিয়ে আপাতত তিনি বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। আক্রান্ত হয়েছেন সিএবি প্রেসিডেন্ট(CAB President) অভিষেক ডালমিয়াও(Abhishek Dalmia)। এবার করোনার থাবা থেকে নিস্তার পেলেন না লক্ষ্মীরতন শুক্লাও।