মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ শেষ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই মরশুমের গ্রুপ পর্যায়ের ম্যাচ। আজ বাইশ গজে মুখোমুখি হবে হায়দরাবাদ ও পাঞ্জাব।
টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে হায়দরাবাদ। ১৩ ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ছটি ম্যাচ তারা জিততে পেরেছে। এই ম্যাচ শুরুর আগে পর্যন্ত তারা রয়েছে পয়েন্ট তালিকার আট নম্বরে। আজকের ম্যাচে নেই কেন উইলিয়ামসন। তাঁর বদলে আজ দলের নেতা হতে পারেন নিকোলাস পুরান বা ভুবনেশ্বর কুমার।
প্রায় একই অবস্থা পাঞ্জাবের। ময়াঙ্ক আগারওয়ালের দলও ছিটকে গিয়েছে প্লে-অফের স্বপ্ন থেকে। তারাও ১৩টি ম্যাচের মধ্য়ে ছটি ম্যাচে জিতেছে। এই ম্যাচের আগে পর্যন্ত পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে পাঞ্জাব।
সবমিলিয়ে মোট ১৯ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে পাঞ্জাব ও হায়দরাবাদ। এরমধ্যে হায়দরাবাদ জিতেছে ১৩ বার।