আবার আইপিএলে দেখা যাবে লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga)। তবে এবার ক্রিকেটার হিসাবে নয়, মালিঙ্গা আইপিএলে ফিরছেন নতুন ভূমিকায়। নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) নয়, মালিঙ্গাকে দেখা যাবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বোলিং কোচ হিসেবে ।
রাজস্থান রয়্যালস(Rajasthan Royals) শুক্রবার জানিয়ে দিল, পেসারদের কোচ হিসাবে মালিঙ্গাকে দলে নেওয়া হল। গত বছর অবধি মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) দলে ছিলেন তিনি। আইপিএল(IPL) থেকে অবসর নেওয়ার পর আবার ফিরলেন বোলিং কোচ হিসাবে।
অন্যদিকে, শিকে ছিঁড়লো অ্যারন ফিঞ্চের(Aaron Finch) ভাগ্যে। অ্যালেক্স হেলসের(Alex Hales) বিকল্প হিসেবে কলকাতা নাইট রাইডার্সে নেওয়া হলো এই বিধ্বংসী অস্ট্রেলিয়ান ওপেনারকে।
জানা গেছে, আইপিএল ২০২২-এর(IPL 2022) নিলামে কেকেআর(KKR) শিবিরে অন্তর্ভুক্ত অ্যালেক্স হেলসকে(Alex Hales) টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার মানসিক ক্লান্তি গ্রাস করেছে। ফলে তিনি নিজের জন্য কিছুটা সময় চান। নিলামে কলকাতা নাইট রাইডার্সের(KKR) অন্তর্ভুক্ত হয়েও শেষপর্যন্ত টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন তিনি। আর এই ইংরেজ তারকার পরিবর্ত হিসেবে দলে ঠাঁই পেলেন টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ(Aaron Finch)।