মহারাজের মাঠে আজ এক রাজার লড়াই। ইডেন (Eden) তাকিয়ে আজ একজনের দিকেই। তিনি বিরাট কোহলি (Virat kohli)। ইডেনে খেলা কেকেআর (KKR) নেই। মন সত্য়িই খারাপ কলকাতার (Kolkata)। কারণ, শাহরুখ খানের (Sharuk Khan) দেখা পাওয়া যাবে না। জুহি চাওলার (Juhi Chawala) আনাগোনা নেই। নিজের দল নেই। তবুও এসবের মধ্যেই বিরাট স্বপ্নে বেঁচে কলকাতা। কিন্তু এই রাজা তো কার্যত বিধ্বস্ত। একটা খারাপ সময় যে শুরু হয়ে, তা যেন কিছুতেই কাটছে না। ব্য়াট করেছেন, বল লাগছে, কিন্তু রান আসছে না। এই মরশুমের আইপিএলে (Ipl 2022) যা হয়েছে, তা গত ১৪ বছর হয়নি বিরাটের সঙ্গে। এবার টুর্নামেন্টের সেরা ব্য়াটারদের তালিকার প্রথম কুড়ি জনের মধ্যেই নেই কোহলির নাম।
কিন্তু কেন ? অনেক প্রাক্তন ইতিমধ্য়েই বলেছেন, বিশ্রাম নাও বিরাট। গত কয়েক বছর ধরে টানা ক্রিকেটের ধকল তাঁর শরীরে এখন স্পষ্ট। দেশের অধিনায়কত্ব ছেড়েছেন। আরসিবির নেতৃত্ব ছেড়েছেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। দল জিতেছে ঠিকই। কিন্তু সেই একই প্রশ্ন হয়তো তাঁর রাতের ঘুম কেড়েছে। আর ত-হল বিরাট ব্যাটে রান কই ?
ঠিক রান করবেন বিরাট। আস্থা রাখুন। ধৈর্য্য ধরুন। বক্তা ভারতীয় ক্রিকেট অন্যতম সেরা মহারথী সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। বুধ সন্ধ্যায় তাঁর মাঠেই বিরাট ব্য়াট দেখতে মুখিয়ে থাকবে গোটা দেশ। দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল। তিন বার ফাইনালে উঠেও আইপিএল যেতা হয়নি বেঙ্গালুরুর (Bengaluru) এই দলের। হয় এবার, নয় নেভার- এই স্লোগানেই সঞ্জয় বাঙ্গার (Sanjay Banger) অ্যান্ড কোম্পানি এবার কলকাতা এসেছে। বিরাটও জানেন, মুম্বইয়ের (Mumbai Indians) সুবাধে যে সুযোগ তাঁদের কাছে এসেছে, তা হয়তো আর দ্বিতীয়বার আসবে না।
তাই আজ তাঁকে রান করতেই হবে। ইডেন তাকিয়ে থাকবে তাঁর দিকে। কলকাতা তাকিয়ে থাকবে। দেশ তাকিয়ে থাকবে। সর্বপরি তাকিয়ে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যাঁর সবসময় বাজির নাম বিরাট কোহলি। কারণ মহারাজ জানেন, বিশ্ব ক্রিকেটে কিং একজন-ই তিনি বিরাট কোহলি। তাই আজ মহারাজের মাঠে এক রাজার লড়াই। সব ভুলে কলকাতায় মজতে চায় শুধু বিরাট ব্য়াটে।