ভারতে বসছে ICC ওয়ানডে বিশ্বকাপের আসর। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভারত প্রথমবার এককভাবে বিশ্বকাপের আয়োজন করবে। সেমিফাইনাল-সহ মোট ৫টি পাঁচ হবে ইডেন গার্ডেন্সে। টিকিট কবে পাওয়া যাবে। তা নিয়ে শুরু হয়েছে খোঁজখবর। জানা গিয়েছে, জুলাই থেকেই টিকিট দেওয়ার কথা ঘোষণা করতে পারে আইসিসি।
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হচ্ছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১৫ অক্টোবর এই মাঠেই হবে ভারত-পাকিস্তান। ফাইনালও হবে আহমেদাবাদেই। ইডেন ও ওয়াংখেড়ে দুটি সেমিফাইনাল আয়োজন করবে। প্রাথমিক খবর, আইসিসি এবার পুরো টিকিট প্রক্রিয়া ডিজিটাল করতে চাইছে। ঘরে বসেই ম্যাচের টিকিট কেটে ফেলবেন সমর্থকরা। লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা হবে না।
শেষ চারে যদি ভারত-পাকিস্তান ওঠে, সেই ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। এছাড়া গ্রুপ পর্বে ইডেনে দুটি ম্যাচ খেলবে পাকিস্তান।