হাউজফুল ইডেনে মঙ্গলবার আইপিএলের দামামা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাত ও রাজস্থান। এবার আইপিএল শুরুর সময় থেকে ইডেনে ম্যাচ হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু সেই দোলাচল কাটে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের একটি ঘোষণাতেই। এ মাসের গোড়াতেই সৌরভ জানিয়ে দেন, আইপিএলের ম্যাচ হবে ইডেনে। বোর্ড প্রেসিডেন্টের এই ঘোষণার পরেই ইডেনকে সাজাতে আদাজল খেয়ে কাজ শুরু করে দেয় সিএবি।
আইপিএল শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। তবে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্য়ায়ের মতে, সেই পিচের সঙ্গে আইপিএলের নকআউটের পিচ খানিকটা ভিন্ন হতে চলেছে। তাঁর দাবি, ইডেনের বাইশ গজ থেকে সুবিধা পাবেন বোলারাও। সুইং থাকারও ইঙ্গিত মিলেছে। যে কোনও সময়ে বৃষ্টি আসতে পারে। উঠতে পারে কালবৈশাখী। সেই আশঙ্কায় গত কয়েকদিন ধরে ঢাকা ইডেনের পিচ। তাই প্রশ্ন উঠছিল, পিচের চরিত্র কেমন হবে তা নিয়ে। কিন্তু সিএবি কর্তাদের দাবি, রানের পাশাপাশি এই পিচ থেকে উইকেটও পাবেন বোলাররা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মঙ্গলবার বিকেলে বৃষ্টি হতে পারে কলকাতায়। তাতেও অবশ্য দমছেন না সিএবি কর্তারা। তাঁদের দাবি, যে কোনও পরিস্থিতিতেই ম্যাচ করাতে তাঁরা তৈরি। কারণ, টিকিট সব শেষ। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মতে, নতুন করে টিকিট ছাপালে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে টানটান আবহেই হতে চলেছে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার। তার জন্য তৈরি ক্রিকেটের নন্দন কানন।