চমকের নাম ভারতীয় ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। সেই দল তৈরি করতে বসে ভারতীয় দলের কার্যত খোল-নলচে বদলে দিলেন জাতীয় নির্বাচকরা। আইপিএলে ভাল খেলার ফলে দলে এল একাধিক নতুন মুখ। ফিরলেন দীনেশ কার্তিকও। এই সিরিজে কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভিভিএস লক্ষ্মণকে।
আইপিএলে ভাল করেন উমরান মালিক। কাশ্মীরের এই পেসারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে দলে জায়গা পেয়েছেন আবেশ খান এবং আর্শদিপ সিংহ। এ বারের আইপিএলে ফিনিশার হিসাবে দুর্দান্ত ছন্দে রয়েছেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে তাঁকেও। তবে উইকেটরক্ষক হিসাবে ঋষভ পন্থও রয়েছেন। দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। রোহিত, বিরাট বিশ্রামে যাওয়ায় ভারতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব থাকবে রাহুল, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন, দীপক হুডা, শ্রেয়স আয়ারদের উপর।
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের দল ঘোষণা করল ভারত। প্রত্যাশিত ভাবেই সেই দলের অধিনায়ক রোহিত শর্মা। বিদেশের মাটিতে প্রথম বার ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত। টেস্ট দলে দু’টি উল্লেখযোগ্য বিষয় রয়েছে। শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়ার পর আবার দলে ফিরলেন চেতেশ্বর পুজারা। এ ছাড়াও, টেস্ট দলে ডাক পেলেন প্রসিদ্ধ কৃষ্ণও।