আশঙ্কাই সত্যি হল। দোসরা সেপ্টেম্বর ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট ধাক্কা খেল ভারতীয় শিবির। দেশ ছাড়ার আগেই ভারতীয় শিবির থেকে জানিয়ে দেওয়া হল, প্রথম দুটি ম্যাচে নেই লোকেশ রাহুল। তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। ভারতীয় শিবির থেকে এই ঘোষণার পর বিতর্ক আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আইপিএলের ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। অস্ত্রোপচারের পর তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাখা হয়েছিল। কিন্ত বেশ কিছু মহল থেকে দাবি করা হয়েছিল, রাহুল এখন পুরো ফিট নন। এই পরিস্থিতিতেও এশিয়া কাপের দলে রাখা হয়েছিল লোকেশ রাহুলকে।
আরও পডু়ন : আজও নতুন কিছু করতে চান তিনি, পনেরো বছর পর বিশ্বকাপ নিয়ে একইরকম উত্তেজিত বিরাট
অজিত আগারকরদের এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই তীব্র সমালোচনা করেছেন সুনীল গাভাসকর থেকে কপিল দেবরা। ভারতীয় দলের এদিনের ঘোষণা ফলে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপে সুপার-ফোর থেকে পাওয়া যেতে পারে লোকেশ রাহুলকে।