চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল (KL Rahul)। তাঁর পরিবর্তে টিমকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল কেএল রাহুলের। কিন্তু চোট পেয়ে ছিটকে গেলেন রাহুল।
এদিকে দেশকে প্রথমবার নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন পন্থ। কিন্তু টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া একেবারেই আলাদা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেশকে প্রথমবার নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।
আরও পড়ুন: রঞ্জিতে ভাঙল ১২৯ বছরের রেকর্ড, ৯ জনের ইনিংসে সাতশো পার বাংলার
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে আগেই বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরাও। এবার ম্যাচের আগের দিন হঠাৎ করেই চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়লেন রাহুল।