বিরাট কোহলি বিশ্বমানের ক্রিকেটার (Virat Kohli)। তিনি যেখানে যান, টিপস নেওয়ার অপেক্ষা করেন তরুণ ক্রিকেটাররা। শনিবার কলোম্বোতেও তার ব্যতিক্রম হল না। অনুশীলনের ফাঁকে তাঁর সঙ্গে দেখা করলেন দুই তরুণ ক্রিকেটার। কোহলিও তাঁদের ফেরাননি। পেলেন উপহারও।
রবিবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ। গত ম্যাচে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ও হ্যারিস রাউফের ডেলিভারির সামনে দাঁড়াতে পারেনি ভারত (Team India)। বিরাট আলাদা করে ব্যাটিং অনুশীলন করেছেন আফ্রিদিকে সামলানোর জন্য। শনিবার মাঠে আসেন দুই শ্রীলঙ্কার ক্রিকেটার। তাঁরা টিপস নেন বিরাটের থেকে। এরপর বিরাটের হাতে রুপোর ব্যাটের স্মারক তুলে দেন তাঁরা।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচে টিমে পরিবর্তন! অনুশীলনে কিপিং করলেন কে এল রাহুল, কে বাদ পড়বেন!