পাকিস্তান ম্য়াচের আগে দল বদল করতে পারে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছিলেন। তাঁর ব্যাট থেকে এসেছিল ৮২ রানের ইনিংস। কিন্তু তাঁকে বাদ দিয়ে পাকিস্তান ম্যাচে আনা হতে পারে কে এল রাহুলকে।
চোট পেয়ে দুটি ম্যাচে ছিলেন না কে এল রাহুল। শনিবার কলোম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে মাঠে অনুশীলনে যোগ দিলেন কে এল রাহুল। অনুশীলনে তাঁকে ৪৫ মিনিট কিপিং করতে দেখা হিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ফর্মের তুঙ্গে থাকা ইশান কিষাণের পরিবর্তেই দলে আসতে পারেন রাহুল। নাকি পাক ম্যাচে ইশান, রাহুল দুজনকে রেখেই দল গড়বেন রোহিত ও দ্রাবিড়!
আরও পড়ুন: পাকিস্তান কঠিন প্রতিপক্ষ, সুপার ফোরের মহারণের আগে স্বীকার করলেন শুভমান গিল
শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফদের আগুনে বোলিংয়ের সামনে গত ম্যাচে ৮২ রান আসে ইশান কিষাণের ব্যাট থেকে। ইশানকে না বসালে, পাকিস্তান ম্যাচে আর কোনও ক্রিকেটারকে বাদ দেওয়া আপাতপক্ষে অসম্ভব। তাই রাহুল টিমে ফিরলে বাদ পড়তে পারেন ঝাড়খণ্ডের এই তারকা ক্রিকেটার।