KL Rahul and Rohit Sharma: ওপেনিংয়ে চরম ব্যর্থ রোহিত ও রাহুল, যার জেরেই ভুগল ভারতের মিডল অর্ডার

Updated : Nov 13, 2022 08:52
|
Editorji News Desk

টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি রোহিত শর্মা ও কে এল রাহুল। খাতায় কলমে ওপেনার হিসেবে এমন জুটি নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই জুটি কতটা অচল, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ক্রিকেটার হিসেবে দুজনেই সেরা। কিন্তু এবার T20 বিশ্বকাপে সম্পূর্ণ ব্যর্থ টিম ইন্ডিয়ার এই ওপেনিং জুটি।

বৃহস্পতিবার সেমিফাইনালে ২৮ বলে ২৭ রান করে ফেরেন রোহিত। এবার বিশ্বকাপে একটি ম্যাচেই হাফসেঞ্চুরি করেন হিটম্যান। তা ছাড়া গোটা টুর্নামেন্টেই ব্যর্থ। অন্যদিকে সেমিফাইনালের মতো ম্যাচে মাত্র ৫ রান করে ফেরেন ওপেনার কে এল রাহুল। এবার বিশ্বকাপে দুটি হাফসেঞ্চুরি পেয়েছেন রাহুল। কিন্তু বড় মঞ্চে, যখন রানের প্রয়োজন ছিল, তখন রান পাননি। এবার বিশ্বকাপে তাঁর স্ট্রাইক রেট মাত্র ৭৬।  মোট ৬টি ইনিংসে ১৮২ বল খেলে ২৮৩ রান তুলেছেন রাহুল। রাহুলের এই পরিসংখ্যান চিন্তা বাড়াবে নির্বাচকদের। 

এবার বিশ্বকাপে বেশ হতাশ করেছে রোহিত শর্মার পারফরম্যান্সও। ৬ ইনিংসে মাত্র ১১৬ রান করেছেন ভারত অধিনায়ক। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। T20 ক্রিকেটে গত ১২ ম্যাচে এটাই তাঁর একটি হাফসেঞ্চুরি। 

এবার বিশ্বকাপে ৬ ম্যাচে রোহিত ও রাহুলের ওপেনিং জুটি সাফল্য না পাওয়ায়, বড় রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া। যা মিডল অর্ডারের চাপ বাড়িয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ওপেনিং জুটিতে ২৭ রানের পার্টনারশিপ করেন রোহিত ও রাহুল। যা এবার বিশ্বকাপে সর্বাধিক। আগামী বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে নতুন করে দল গোছাতে হবে টিম ইন্ডিয়াকে।

T20 WC 2022KL RahulRohit SharmaT20 World cupT20 WC

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও