এশিয়া কাপের দল বাছতে বসে ফের জটিলতায় ভারতীয় নির্বাচকরা। কারণ, এই টুর্নামেন্টেও পাওয়া যাচ্ছে না ক্রিকেটার কেএল রাহুলকে। ফলে বিশ্বকাপের আগে, নির্বাচকদের কাছে এই ঘটনা একপ্রকার ধাক্কা বলে মনে করা হচ্ছে।
আইপিএল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কেএল রাহুল। তারপর থেকেই মাঠের বাইরে। মনে করা হয়েছিল, চোট সারিয়ে এশিয়া কাপের দলে ফিরবেন। ব্যাট ধরবেন বিশ্বকাপের জন্য। কিন্তু আপাতত তা হচ্ছে না।
আরও পড়ুন : এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ কবে ? কবে হবে সরকারি সূচি ?
ক্যারিবিয়ান সিরিজে ঈশান কিষান ও সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের দেখে নেওয়া হচ্ছে। এশিয়া কাপের আগে রাহুল পুরোদস্তুর সুস্থ হয়ে উঠবেন না, এটা পরিষ্কার ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে।
সেই কারণেই এশিয়া কাপে ঈশান কিষান এবং স্যামসনকে রাখা হবে স্কোয়াডে। এশিয়া কাপের দল ঘোষণা এখনও করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই দল ঘোষণা হলেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু।