বৃহস্পতিবার আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে নামছে কেকেআর। কিন্তু ইডেনে এই ম্যাচ দেখতে গেলে মাথায় রাখতে হবে এই কয়েকটি বিষয়। না হলে বেশ সমস্যায় পড়তে পারেন দর্শকরা।
কী কী মাথায় রাখতে হবে?
১) টিকিটের বারকোড বা অন্য কোনও অংশ নষ্ট হলে স্টেডিয়ামে ঢোকা যাবে না।
২) ম্যাচের মাঝপথে বেরিয়ে আর একই টিকিটে ভেতরে ঢোকা যাবে না।
৩) বোতল, লাইটার, টিন বা ক্যান, বাদ্যযন্ত্র, দাহ্যবস্তু, ধাতব পাত্র, বাজি, অস্ত্র, হেলমেট, ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।
৪) মাঠের মধ্যে কোনও খাবার নিয়ে দর্শক প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
৫) জলের বোতল বা মদ নিয়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ।
৬) স্টেডিয়ামে বসে ধূমপানেও রয়েছে নিষেধাজ্ঞা।
৭) স্টেডিয়ামে কোনও গালিগালাজ, বিদ্বেষপূর্ণ মন্তব্য করা যাবে না।
৮) স্টেডিয়ামে বসে জুয়া খেলা যাবে না।
৯) নির্দিষ্ট জায়গা ছাড়া স্টেডিয়ামের অন্য জায়গায় ঢুকে পড়লে ভবিষ্যতে তিনি স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রেও শাস্তির কোপে পড়তে পারেন।