আইপিএল শুরুর আগেই চমক কলকাতা নাইট রাইডার্সের। এবার ফ্যানদের জন্য বিশেষ উদ্যোগ ফ্র্যাঞ্চাইজির। এবার আসছে কেকেআরের 'ফাটাফাটি ক্লাব'। যে ক্লাবে সমর্থকদের সঙ্গে থাকবেন সমর্থকরাও। ফ্যানরা কী চাইছেন, জেনে নিতে পারবেন ক্রিকেটাররাও।
এখনও এই ক্লাবের মেম্বারশিপ শুরু হয়নি। সমর্থকদের সঙ্গে সেতুবন্ধনই উদ্দেশ্য হলেও এই ক্লাব সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কেকেআর। এই ফাটাফাটি ক্লাবের সঙ্গে আরও কিছু বাণিজ্যিক বিষয় জড়িত থাকবে কিনা, তাও জানানো হয়নি।
কোভিডের জন্য গত ২ বছর ঘরের মাঠে খেলার সুযোগ পায়নি আইপিএলের দলগুলি। এবার ইডেনে ফিরেছে কেকেআর। অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের জন্য বাদ পড়েছেন। এবার নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে কেকেআর।