শনিবার মোহালিতে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। প্রথম ম্যাচে জিতে গোটা টুর্নামেন্টের ছন্দ বাঁধতে চাইছে দুই দলই। গত বছর ৬ নম্বরে শেষ করেছিল পঞ্জাব। সাতে ছিল কেকেআর। নতুন মরশুমে ভাল পারফরম্যান্স করে লিগে উপরে ওঠাই লক্ষ্য দুই দলের।
চোটের জন্য এবার আইপিএলে নেই অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে কেকেআরের নতুন অধিনায়ক নীতিশ রানা। রানার নেতৃত্বে কতটা ছন্দে খেলতে পারবে টিম! সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা টিমে যোগ দিয়েছেন। এদিকে চোটের কবলে পঞ্জাবও। সেরা বিদেশি জনি বেয়ারস্টো চোট পেয়েছেন। তাঁর অনুপস্থিতি এবার গোটা মরশুমেই ভোগাবে পঞ্জাবকে। শনিবার ম্যাচে থাকছেন না লিয়াম লিভিংস্টোন। জাতীয় দলের খেলা চলায় নেই কাগিসো রাবাদাও। দুর্বল পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিতে চায় কেকেআর।
এবার কেকেআরের কোচ চন্দ্রকান্ত পন্ডিত। তিনি আর অভিষেক নায়ারই এবার কেকেআরের সব সিদ্ধান্ত নেবেন। মাঠে নেতৃত্ব সামলাবেন নীতিশ রানা।