রবিবার দ্বিতীয় ওভারেই সাফল্য মিচেল স্টার্কের। শুরুতেই আর্শিন কুলকার্নির উইকেট হারায় লখনউ। আর যার জন্য এই উইকেট আসে, তিনি কেকেআরের রমনদীপ সিং। ২১ মিটার উল্টো দিকে দৌড়ে হাওয়ায় শরীর ভাসিয়ে ক্যাচ ধরলেন। ক্যাচ ধরতে এসেছিলেন আন্দ্রে রাসেলও। কিন্তু এমন ক্যাচ দেখে হতবাক তিনিও।
এরপরই স্টয়নিসের একটি শট গ্যালারির বাইরে গিয়ে পড়ে। ওই বল ক্যাচ ধরেন এক বল বয়। ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। ওই বল বয়ের ছবি নিয়ে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
এদিকে রবিবার একেনা স্টেডিয়ামে প্রথম ইনিংসে দুরন্ত ক্যাচ ধরে চমকে দেন লখনউর ক্রিকেটার কৃষ্ণাপ্পা গৌতম। নবীন উল হকের ডেলিভারিতে ফিরতে হয় আন্দ্রে রাসেলকে। উল্টোদিকে দৌড়ে এই ক্যাচ ধরেন গৌতম। ডাগআউট থেকে হাততালি দিতে দেখা যায় ফিল্ডিং কোচ জন্টি রোডসকে।