২৪ কোটি ৭৫ লক্ষ টাকা। আইপিএলের নিলামের টেবিলে এই রেকর্ড দামে মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী বোলিং নাইট তারকার। এই প্রথম স্টার্কের পারফরম্যান্সে খুশি সমর্থকরাও।
শনিবার টিমের মেন্টর গৌতম গম্ভীর জানান, স্টার্ক দারুণ পেসার। দলকে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন। স্টার্কের প্রতি টিমের ভরসা আছে। রবিবারই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জ্বলে ওঠেন স্টার্ক। ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ফেরান দীপক হুডা নিকোলাস পুরান ও আর্শাদ খানকে।