বৃহস্পতিবারের ইডেনে একাই তিনি গুঁড়িয়ে দিয়েছেন বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপ। কিন্তু নাইট শিবিরের নয়া আবিষ্কার সুযশ শর্মার সম্পর্কে কোনও তথ্য নেই আইপিএলের কোনও টিমের কাছে। একটাও লিস্ট এ ম্যাচ না খেলা সুযশ আইপিএল অভিষেকেই তুলে নিলেন তিন উইকেট। কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিতের আবিষ্কার এই রহস্য স্পিনার আপাতত বেঙ্গালুরু শিবিরের রাতে ঘুম কেড়ে নিয়েছে বলা চলে।
চন্দ্রকান্ত জানান, কেকেআরের ট্রায়ালে আসা সুযশকে দেখেই তিনি বুঝেছিলেন, ছেলেটি দু'দিকেই বল ঘোরাতে পারে। ইডেনে তার বলের গতি, লাইন, লেংথ কিছুই বুঝে উঠতে পারেনি বিরাটরা-ডু'প্লেসিসরা। এই রহস্যময় স্পিনার প্রথম শ্রেণির ক্রিকেট একটিও ম্যাচ খেলেননি। অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৫ দলে খেললেও তিনি কোনও রাজ্য দলে খেলারও সুযোগ পাননি।
আরও পড়ুন- IPL 2023 KKR VC RCB : শার্দূলের ঝোড়ো ইনিংস, তিন রহস্য স্পিনারের দাপট, ৮১ রানে জিতল কলকাতা
বৃহস্পতিবারের ইডেন গার্ডেন্সে বড় চমক নয়ডার উনিশ বছরের এই স্পিনার। কেকেআরের এই স্পিনার মাঠে নেমেছিল ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। মাঝ ওভারে তিন উইকেট নিয়ে ব্যাঙ্গালোর ব্যাটিংকে ধসিয়ে দিলেন ১৯ বছরের এই তরুণ।