বৃষ্টিবিঘ্নিত কোটলায় শুরুতেই বড় ধাক্কা কেকেআরের। উইকেট হারিয়ে চাপে কলকাতা। ফিরেছেন রিঙ্কু সিংও। টসে জিতে কেকেআর-কে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কোটলার ভিজে পিচে পরপর উইকেট হারাতে থাকে কেকেআর।
মুকেশ কুমারের বলে দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় কেকেআর। ৪ রানে ফেরেন লিটন দাস। ০ করে ফেরেন গত ম্যাচের নায়ক ভেঙ্কটেশ আইয়ার। অধিনায়ক নীতিশ রানা ফেরেন ৪ রানে। অক্ষর প্যাটেলের ডেলিভারিতে ফেরেন মনদীপ সিংও। ৬ নম্বরে নেমে ৬ রান করে ফেরেন রিঙ্কু সিং। ১১ ওভারে ৫ ফইকেট হারিয়ে ৭০ রান তোলে কেকেআর। ওপেনার জেসন রায় ৩৪ রানে ক্রিজে অপরাজিত।
আরও পড়ুন : বিরাটদের জয়, মাঠে না নেমেও পয়েন্ট টেবিলে ধাক্কা কেকেআরের
দিল্লির হয়ে ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন অক্ষর প্যাটেল। ইশান্ত শর্মা ৪ ওভার ১৯ রান দিয়ে ২ উইকেট তুলেছেন। ১টি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার ও আনরিচ নোকিয়া।