বৃষ্টিই হারিয়ে দিল কলকাতাকে। আইপিএলের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে পঞ্জাবের কাছে সাত রানে হেরে গেল কলকাতা। বৃষ্টি শুরুর আগে কলকাতার স্কোর ছিল ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান। হিসাব বলছিল সাত রানে পিছিয়ে আছে কলকাতা। সেই সাত রানেই হারাল তারা। পঞ্জাবের ১৯১ রান তাড়া করতে নেমে গোড়া থেকেই উইকেট হারায় কলকাতা। ১৯ বলে ৩৫ রান আন্দ্রে রাসেলের। এদিন বদলি ক্রিকেটার হিসাবে বরুণ চক্রবর্তীর জায়গায় ব্যাট করতে নেমেছিলেন ভেঙ্কটেশ্বর আইয়ার। তাঁর অবদান ২৮ বলে ৩৪ রান।
আইপিএলের প্রথম ম্যাচে কলকাতার কোনও বোলারকেই ছন্দে পাওয়া গেল না। শনিবার মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। একমাত্র উমেশ যাদব ছাড়া, প্রথম ম্যাচে আর কাউকে তেমন চোখে পড়ল না। নারিনের রহস্য এখন ধরা পড়ে গিয়েছে। আরও খারাপ বরুণ চক্রবর্তীর অবস্থা। দুই স্পিনার মিলে ম্যাচে দিলেন ৬৬ রান। প্রথম ম্যাচেই ১৯০ রানের উপর তাড়া করতে হবে কলকাতাকে।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ। কিন্তু টস করতে গিয়ে ভুলে যান নিজের প্রথম একাদশ। ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারালে ম্যাচে খুব দ্রুত কামব্যাক করে পঞ্জাব। ৩২ বলে ৫০ রান করে আউট হন ভানুকা রাজাপাক্ষে। অধিনায়ক ধাওয়ানের অবদান ২৯ বলে ৪০ রান।