২০২৪ সালের আইপিএলে আগা-মুড়ো বদলে ফেলছে কেকেআর। শনিবার তারা ঘোষণা করেছিল বিশ্বকাপার শার্দুল ঠাকুরকে ছেড়ে দেওয়ার কথা। রবিবার নাইটরা জানিয়েদিল দলে রাখা হচ্ছে না শাকিব-আল-হাসান, সুনীল নারিনকে।
ছাঁটাইয়ের তালিকায় রয়েছে আরও এক ডজন ক্রিকেটার। উল্লেখযোগ্যদের মধ্যে তালিকায় নাম রয়েছে বাংলাদেশের লিটন দাস, নিউজিল্যান্ডের লকি ফার্গুসনের। এছাড়া রয়েছেন উমেশ যাদবের মতো পেসার। যিনি গত বছর পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন।
মরশুমের শুরুতেই গৌতম গম্ভীরকে মেন্টর করে চমক দিয়েছেন কিং খান। এবার দল সাজাতে হয়তো আরও চমক অপেক্ষা করছে। তাই দেশি-বিদেশি ছাঁটাইয়ের তালিকা তৈরি করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট।
গত বছর খেলবেন খেলবেন করেও খেলতে আসেননি শাকিব। শেষ মুহূর্তে খেলতে এসে কার্যত টিমকে ডুবিয়ে দিয়ে গিয়েছিলেন লিটন। এই দুই বাংলাদেশি ক্রিকেটার যে বাদের খাতায় ছিল, তা আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
এদিকে কলকাতার পাশাপাশি ১১ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লিও। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, দক্ষিণ আফ্রিকার রিলে রুসর মতো তারকা ক্রিকেটার।