দেশের হয়ে এখনও একটিও ম্যাচে ২০ বছরের কাশবি গৌতম। শনিবার মেয়েদের আইপিএলের নিলামে তাঁকে ২ কোটি টাকা দিয়ে কিনেছে গুজরাত জায়ান্টস। বেস প্রাইজ ছিল ১০ লক্ষ টাকা। ২০ গুণ বেশি দর পেলেন। ২ কোটি টাকা দিয়ে পঞ্জাবতনয়াকে কিনেছে গুজরাত। আন্তর্জাতিক ক্রিকেট না খেলা আইপিএলে সবথেকে দামি ক্রিকেটার তিনিই।
তবে টাকা নয়, কাশভি খুশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহিলা ম্যাকগ্রার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারবেন। কাশবি এই নিলামের খবর শোনার পর জানিয়েছেন, ম্যাকগ্রার সঙ্গে খেলতে পারবেন জেনেই উত্তেজিত লাগছে। তাঁর দেখা সেরা অলরাউন্ডার ম্যাকগ্রা। তাঁর কাছে শেখার জন্য মুখিয়ে কাশবি।
গতবার হরমনপ্রীত কৌরকে ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। ভারত অধিনায়কের থেকেও বেশি দর পেলেন কাশবি।