Ind Vs Bang : বৃষ্টি কাঁটা না হলে, আজ দ্বিতীয় টেস্টে ফয়সালা চায় কানপুর, নজরে ভারতীয় বোলাররা

Updated : Oct 01, 2024 07:04
|
Editorji News Desk

২৭ বছর পর টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পেয়েছে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়াম। প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। তারপর দু দিন শুধু ঘ্যানঘ্যানে বৃষ্টি। কিন্তু একটা চতুর্থ দিনে কেটে গেল এই টেস্ট ম্যাচের যাবতীয় ক্লান্তি। তাই, আজ, মঙ্গলবার পঞ্চমদিনে নতুন করে বৃষ্টি না এলে, এই ম্যাচ থেকেও ফয়সালার গন্ধ পাচ্ছেন প্রাক্তনরা। যার রাস্তা ইতিমধ্যে তৈরি করে দিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটা সিদ্ধান্ত। 

ভারতের থেকে ২৬ রানে পিছিয়ে পঞ্চম দিনে ব্যাট করবে বাংলাদেশ। বুমরা অ্যান্ড কোম্পানির দরকার আরও আট উইকেট। তার আগে যেন উত্তরপ্রদেশের এই শহরের উপর দিয়ে যেন বয়ে গেল ক্রিকেটের হেলেন। এক ডজন নজিরের দিনে টেস্ট ক্রিকেটের মঞ্চে টি-টোয়েন্টির মজা নিলেন মাঠে থাকা দর্শকদের সঙ্গে আপামর ভারতীয় ক্রিকেটের ভক্তরা। 

টেস্ট ক্রিকেটে ভারত খেলল ৩৪.৪ ওভার। রান তুলল ৮.২২ রেটে। ২০৮ বল খেলে টিম ইন্ডিয়ার স্কোর ২৮৫ রান। ৫০ থেকে ২০০ রান এসেছে বিশ্ব টেস্টের সব নজিরকে তছনচ করে। এর মধ্যে আবার ব্যক্তিগত নজিরের মালিক হয়েছেন ভারতের বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দ্রুততম ২৭ হাজার রান কোহলির। আর এই ম্যাচেই ৩০০ উইকেটে মাইল ফলক স্পর্শ করেছেন জাডেজা। 

এই অবস্থায় ভারতের বিরুদ্ধে পঞ্চম দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। বল ঘুরছে। একদিকে আগুনে ডেলিভারি বেরিয়ে আসছে বুমরার হাত থেকে। তবে, প্রাক্তনদের দাবি, শেষদিনে রোহিতের তুরুপের তাস হতে পারেন দুই স্পিনার অশ্বিন ও জাডেজা। 

IND vs BAN

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও