আইপিএল শুরু হতেই বড় ধাক্কা। হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। শুক্রবার প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে মাঠে নেমেছিলেন সাই সুর্দশন। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার জন্য ঝাঁপিয়ে ছিলেন উইলিয়ামসন।
শুক্রবার আইপিএলের প্রথম ম্যাচে ১৩ ওভারের মাথায় বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার জন্য নিজের শরীর শূন্যে ছুঁড়ে দিয়েছিলেন উইলিয়ামসন। ছয় বাঁচালেও মাঠিতে পড়ার সময় তাঁর হাঁটুতে ভয়ঙ্কর আঘাত লাগে। ডিপ মিড-অন বাউন্ডারিতে ছুটে যান গুজরাতের ক্রিকেটাররা। আহত উইলিয়ামসনকে দেখতে চেন্নাই শিবির থেকেও ফিজিও ছুটে যান।
এই বছরই গুজরাতে জার্সিতে আইপিএল খেলতে নেমেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। গুজরাতের হয়ে তাঁর আইপিএল কেরিয়ারের ছেদ পড়ল মাত্র ১৩ ওভারেই।