ভারতে আসার আগে ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। চোটের কারণে প্রথম টেস্টে নেই কেন উইলিয়ামসন। ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলবেন কিউরা। প্রথম টেস্ট হবে বেঙ্গালুরুতে। তার আগে, উইলিয়ামসনের চোটের কথা জানিয়ে দেওয়া হয়। ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে, শ্রীলঙ্কা থেকে সোজা দেশে ফিরে আসবেন উইলিয়ামসন। অকল্যান্ডে রিহ্যাব করবেন।
বাংলাদেশ চলে গেলেই ফের লাল বলের ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মারা। ১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। জল্পনা ছিল এই টেস্টে বিরাট বনাম উইলিয়ামসনের দ্বৈরথ দেখা যাবে। কিন্তু সেই জল্পনায় আপাতত যবনিকা পড়ে গেল।
গত কয়েকদিন ধরেই কুচকির চোটে কাবু নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে সেই চোট অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানানো হয়েছে। তাই ভারতের বিরুদ্ধে উইলিয়ামসনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
কিউই অধিনায়ক টম ল্যাথম জানিয়েছেন, বেঙ্গালুরুতে কেন-কে পাওয়া যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে পুণা এবং মুম্বইয়ে উইলিয়ামসন দলে ফিরবেন। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট উইলিয়ামসনের বদলে দলে দেখা যেতে পারে মার্ক চ্যাপম্যানকে।