বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন। এবার আইপিএলের আগে ফের চোট পেলেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় T20 ম্যাচে মাঝপথেই মাঠ ছাড়লেন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট আছে তাঁর। আর ফিল্ডিংও করতে পারেননি। আইপিএলে গুজরাত টাইটান্সে আছেন তিনি। চিন্তা বাড়ল শুভমান গিলদের।
রবিবার নিউজিল্যান্ড টিম ব্যাটিং করার সময় চোট পান। ডান পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরেন। সেই সময় ১৫ বলে ২৬ রান করেছিল। আর খেলতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে খেলতে নামেন ড্যারিল মিচেল।
গতবছর আইপিএলে প্রথম ম্যাচেই চোট পেয়ে গোটা প্রতিযোগিতা থেকে ছিটকে যান। বিশ্বকাপের আগে ফিট হন। বাংলাদেশের বিরুদ্ধে ফের বুড়ো আঙুলে চোট পেয়ে চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার চোট পেয়ে বাংলাদেশ সিরিজেও থাকতে পারবেন না উইলিয়ামসন।