শুভমান গিলের সেঞ্চুরির দিনই টেস্ট ক্রিকেটে নজির গড়লেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত সেঞ্চুরি করলেন। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ৩০তম শতরান করলেন তিনি। এই সেঞ্চুরি করে উইলিয়ামসন ডন ব্র্যাডম্যান ও বিরাট কোহলিকে পেরিয়ে গেলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের আরেক ব্যাটসম্যান রচিন রবীন্দ্রও। প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে তাঁদের রান ২৫৮।
আরও পড়ুন: ইডেনে জয়ী মুম্বই, রঞ্জির ম্যাচে এক ইনিংস ও ৪ রানে হার বাংলার
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমেই দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। ২০ রানে ফেরেন টম লাথাম। ১ রান করে ফেরেন ডেভন কনওয়ে।