স্টিভ ওয়ার (Steve Waugh) পরামর্শই বদলে দিয়েছে রাহানেকে (Ajinkya Rahane)। এমনই মনে করছেন অস্ট্রেলিয়া টিমের প্রাক্তন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। এবার WTC ফাইনালে দারুণ খেলেন রাহানে। তাঁর ব্যাট থেকে ৮৯ রানের ইনিংস আসে। এরপরই তাঁর প্রশংসা করেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংরা।
২০২১-২২ সালে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের আগে স্টিভ ওয়ার পরামর্শ চেয়েছিলেন রাহানে। সেই সময় অস্ট্রেলিয়া টিমের কোচ ছিলেন ল্যাঙ্গার। সেবার স্টিভ ওয়ার পরামর্শ পেয়েই বদলে যান রাহানে। ২০২১-২২ বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট ফিরে আসার পর টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন রাহানে। সেবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
আরও পড়ুন: বিশ্ব টেস্টের ফাইনাল জিততে ভারতের সামনে টার্গেট ৪৪৪ রান
সিরিজ শুরুর আগে তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গারকে ফোন করার কথা জানান স্টিভ ওয়া। তিনি জানান, রাহানের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি।