রবিবারের ইডেন মাহিমোহে ভরপুর ছিল। সকাল থেকেই ধোনি ম্যাজিকে মেতে ছিল ক্রিকেটের নন্দনকানন। কেকেআরের হোম গ্রাউন্ডে নাইট জার্সির থেকেও গ্যালারিজুড়ে ছিল হলুদ জার্সি। আর দলের পরাজয়ের দিনেও মাহি ম্যাজিকে আপ্লুত কেকেআর কর্ণধার জুহি চাওলা। তাঁর কথায়, দল জিতলে ভাল লাগত। কিন্তু রবিবারের ইডেনে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
জুহি চাওলার কথায়, তিনি নিজেও ধোনির ফ্যান। এরপরই ধোনির প্রশংসায় পঞ্চমুখ জুহি জানান, ক্যাপ্টেন হিসেবে ধোনি প্রতিটি প্লেয়ার এবং পুরো দলটাকে উদ্বুদ্ধ করে। চেন্নাইয়ের এই অসাধারণ জয় থেকে শিক্ষা নিয়ে কেকেআরও পরবর্তীতে যাতে জয় পায়, সেই কথাও জানিয়েছেন কেকেআর কর্ণধার।