মাসখানেক পরেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হচ্ছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে ভারত। সেই সফরের সব ম্যাচ দেখা যাবে জিয়ো সিনেমায়। আইপিএলের মতো বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকরা। বুধবার এমনই জানিয়েছে ভায়াকম ১৮। স্পোর্টস ১৮ চ্যানেলে টেলিভিশনে খেলা দেখা যাবে।
অনলাইনে আইপিএলের ভিউয়ারশিপের সব রেকর্ড ভেঙে দিয়েছে জিয়ো সিনেমা। ফুটবল বিশ্বকাপের পর আইপিএলও বিনা খরচে দেখিয়েছে তারা। তাই এবার দর্শক ধরে রাখতে বিনামূল্যে বিশ্বকাপ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে হটস্টার।
আরও পড়ুন: শতবর্ষের প্রাপ্তি, লাল হলুদকে বিশেষ স্বীকৃতি বার্সেলোনার
জিয়ো জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজও দর্শকরা ম্যাচ দেখতে গিয়ে অন্য অনুভূতি পাবেন। ইংরেজি, হিন্দু ছাড়াও পঞ্জাবি, ভোজপুরি, তামিল, তেলুগু ও কন্নড় ভাষায় ধারাভাষ্য শোনা যাবে।