চাকদহ এক্সপ্রেসের শেষ স্টপেজ লর্ডসে। ঘোষণা করে দিলেন ঝুলন গোস্বামী। শুক্রবারই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। এই বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। তাঁর অবসরের পরেই চর্চা শুরু হয় ঝুলনকে ঘিরে। যদিও অবসর নিয়ে এতদিন মুখে কিছু বলেননি ঝুলনও। কিন্তু শনিবার জল্পনার ইতি টানলেন। ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।
২০২১ সালের জুলাই মাসে শেষবার একদিনের ক্রিকেট খেলেছিলেন ঝুলন গোস্বামী। ফের একদিনের দলে ডাক পাওয়াকে ঝুলনের কামব্যাক হিসেবেই ধরে নিয়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু বাস্তবে ছবিটা একটু অন্যরকম। তিন ম্যাচের এই সিরিজই হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ সিরিজ। দেশের হয়ে প্রায় ২০০টি ওয়ানডে খেলে ফেলা ঝুলন এবার কেরিয়ারে ইতি টানছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৩৫২টি উইকেট তাঁর ঝুলিতে। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট প্রাপক হিসেবেই অবসর নেবেন তিনি। ২০১৮ সালে শেষবার টি-২০ খেলেছিলেন তিনি। গতবছর অক্টোবরে খেলেছিলেন কেরিয়ারের শেষ টেস্ট।
১০ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডের সিরিজ শুরু। পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। ওয়ানডে’তেও ক্যাপ্টেন্সির দায়িত্বে হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধানা সহ-অধিনায়ক।