আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত গোটা বাংলা। এমনকি এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ঘটনার প্রতিবাদে সোচ্চার সব মহলের মানুষরাই। এবার এই নিয়ে গর্জে উঠলেন ভারতীয় দলের ক্রিকেটাররাও।
আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের তারকা পেসার যশপ্রীত বুমরা। সোশ্যাল মিডিয়ায় বলি অভিনেত্রী আলিয়া ভাটের পোস্ট শেয়ার করে বুমরা লেখেন, 'নারীর পথ বদলে নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে। সকল মহিলাই ভাল পরিবেশের দাবিদার।'
আরজিকর কাণ্ড নিয়ে এর আগে আয়ুষ্মান খুরানা, করিনা কপূর খান, সামান্থা, প্রীতি জিন্টার পাশাপাশি বলি অভিনেত্রী আলিয়া ভাট মেয়েদের সমর্থনে একটি পোস্ট করেছিলেন। আলিয়া লিখেছিলেন, আরও একটা ধর্ষণের ঘটনা, মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। নির্ভয়াকাণ্ডের এক দশক পর আবার একই ঘটনা। কিছুই বদলায়নি। মহিলাদের সুরক্ষা এবার নিজেদের হাতেই তুলে নিতে হবে।' এই পোস্টটিই শেয়ার করে মহিলাদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন বুমরা।
আরজি করের এই নির্মম ঘটনা নিয়ে মুখ খুলেছেন নাইট রাইডার্সের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারও। নিজের ইন্সটা স্টোরিতে এই ঘটনার বিচার চেয়ে শ্রেয়াস লিখেছেন, গত কয়েক বছরে কিছুই বদল হয়নি। এমন কুৎসিত ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। আমি চাই যারা এই নৃশংস ঘটনায় জড়িতদের যেন ধরা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আমরা বিচার চাই। মহিলাদের জন্য ন্যয় বিচার চাই।'
নির্ভয়া কাণ্ডের এক দশক পরেও দেশের ছবি একটুও বদলায়নি। আরজিকরের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় মহিলা দলের তারকা জেমাইমা রড্রিগেজ। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনা নিয়ে তিনি লিখেছেন, 'আরও একটা ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা। যা উপলব্ধি করায়, মহিলারা কোথাও সুরক্ষিত নয়। এই ঘটনাই প্রমাণ করে, নির্ভয়া কাণ্ডের এক দশক পরেও কিছুই সেভাবে পাল্টায়নি।'